আসছে জিতের নতুন ছবি!





জিৎ ভক্তদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে জিতের নতুন ছবির শুটিং। ‘ইনস্পেক্টর নটি কে’র পর থেকে জিৎ ভক্তদের প্রশ্ন ছিল, তাঁদের প্রিয় নায়কের পরের ছবি কবে শুরু হবে?

অপেক্ষার পালা এবার শেষ, জিতের ভক্তদের জন্য রয়েছে দারুন খবর। রাজা চন্দের পরিচালনায় এই ছবিতে জিতকে দেখা যাবে হার্ডকোর অ্যাকশন হিরোর অবতারে। তাঁর শেষ রিলিজ় ‘ইনস্পেক্টর নটি কে’ কমেডি ঘরানার হলেও, এই নতুন ছবি পুরোপুরি অ্যাকশন ধাজের।

জিতের প্রোডাকশন হাউজ় ‘জিতস ফিল্মওয়র্কস’, নিসপাল সিংহের ‘সুরিন্দর ফিল্মস’ এবং বাংলাদেশের ‘ওয়ালজ়েন মিডিয়াওয়র্কস’ সম্মিলিতভাবে ছবিটি তৈরি করছে। ছবিতে জিতের বিপরীতে নায়িকা হিসেবে বাংলাদেশের কাউকে কাস্ট করা হলেও, শোনা যাচ্ছে প্রিয়ঙ্কা সরকারকে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।

তবে ছবির টাইটেল এখনও চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, দিন দুয়েকের মধ্যেই ছবির টাইটেল এবং নায়িকা চূড়ান্ত করা হবে। ছবির প্রথম অর্ধেক শুটিং কলকাতাতেই হবে।



Latest
Next Post

post written by:

0 comments:

Note: Only a member of this blog may post a comment.